ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ২২:৩৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন সংক্রমণের মুখে ইউরোপে লকডাউনে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হওয়ায় ইউরোপে নতুন করে লকডাউন আরোপ করছে দেশগুলো।

বুধবার বিবিসি জানিয়েছে, চেক রিপাবলিক স্কুল, বার, ক্লাব বন্ধ করে তিন সপ্তাহের অচলাবস্থা জারি করতে যাচ্ছে। অঞ্চলটির এই দেশে প্রতি এক লাখ মানুষে সংক্রমণের হার সবচেয়ে বেশি। নেদারল্যান্ডসে লকডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পাশাপাশি পাবলিক ইনডোর অর্থাৎ জনাকীর্ণ আবদ্ধ পরিবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

আরও অনেক দেশের হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্যারিসের আইসিইউ বেডের ৯০ শতাংশ পূর্ণ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনে। সুস্থ ২ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৭৫৬ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২০ হাজার ৮৭৩ জন। সুস্থ ৫২ লাখ ২৬ হাজার ৪২৭ জন।

ভারতে ১ লাখ ১০ হাজার ৬১৭ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭২ লাখ ৩৭ হাজার ৮২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৮ হাজার ৭০৫ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৬৩ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫১ লাখ ১৪ হাজার ৮২৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজার ৯৭৫ জন।

-জেডসি