ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৪:৫৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জার্মানিতে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ৬৩৮ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে জার্মানিতে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত বেশি আক্রান্ত দেখেনি দেশটি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠিন বিধিনিষেধ আরোপে জার্মানির ১৬টি ফেডারেল অঙ্গরাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মতৈক্য হওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটিতে নতুন সংক্রমণের এই উল্লম্ফনের খবর এল।

জার্মানির রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, একদিনের হিসেবে এর আগে দেশটিতে রেকর্ড শনাক্ত হয়েছিল ২৮ মার্চ, ৬ হাজার ২৯৪ জন।

কভিড-১৯ এর নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে জার্মান চ্যান্সেলর নির্দিষ্ট সংখ্যকের বেশি মানুষজনকে কোথাও সমবেত না হতে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে জনাকীর্ণ এলাকায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে বলেছেন।

গৃহীত নতুন পদক্ষেপ অনুযায়ী, কোনো এলাকায় প্রতি ১ লাখ জনসাধারণের মধ্যে ৩৫ জনের বেশি করোনায় আক্রান্ত হলে সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।

মের্কেল বলেন, “আমরা দেখছি যে, সংক্রমণ হার কিভাবে বাড়ছে। কোনো কোনো অঞ্চলে আমরা খুব বেশি সংখ্যক সংক্রমণ দেখছি। কাজেই আমাদের অবশ্যই অনিয়ন্ত্রিত বা দ্রুত গতির এই সংক্রমণ রুখতে হবে।”

জার্মানিতে নতুন নিয়মানুযায়ী, জনসমাগমস্থলে সর্বোচ্চ ২৫ জন হতে পারবে। আর ব্যক্তি মালিকানাধীন স্থানে সমবেত হতে পারবেন সর্বোচ্চ ১৫ জন।

তিন লাখ ৪০ হাজারের বেশি করোনায় আক্রান্ত নিয়ে এই ভাইরাসে সংক্রমণের বৈশ্বিক তালিকায় কুড়িতম। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৭১ জনের।

-জেডসি