ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১১:২৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় এবার কুমারী পূজা হচ্ছে না, মণ্ডপ বন্ধ রাত ৯টায়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ বছর ঢাকার কোনো মণ্ডপে কুমারী পূজা হবে না। পূজার সময় সারাদেশে মণ্ডপগুলো প্রতিদিন বন্ধ হবে রাত ৯টার মধ্যে। এছাড়া বিজয়া দশমির দিন সিঁদুর খেলা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত দুর্গাপূজার নানাদিক নিয়ে শনিবার (১৭ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে এক আলোচনা ও মতবিনিময় সভায় একথা জানান।

মিলন কান্তি দত্ত বলেন, সাধারণত ঢাকায় রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার করোনা পরিস্থিতিতে কুমারী পূজা হবে না সেখানে। তবে ঢাকার বাইরে দুই-এক জায়গায় হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিঁদুর খেলা নিয়ে এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, করোনা অতিমারীর কারণে এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করছি।সপ্তমী তিথিতে বিশ্ববাসীর করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে করা হবে প্রার্থনা। জনসমাগমের কারনে সাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্যদিকে, সারাদেশে পূজা উদযাপন বিষয়ে পাঠানো ২৬ দফা নির্দেশনার পাশাপাশি আরও সাত দফা নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। সেখানে বলা হয়েছে, রাত ৯টার মধ্যে দর্শনার্থীদের জন্য মন্দির বা পূজা মণ্ডপ বন্ধ করতে হবে।

-জেডসি