জিইআরএবি’র মানববন্ধন : রোহিঙ্গা হত্যা বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : | আপডেট: ০৯:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা (জিইআরএবি )।
সংগঠনের সভাপতি লিটন জনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের নেতা সুজন বাজী, প্রেম লং, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক হায়াতুল্লাহ, বাংলাদেশ গারো আদিবাসী লীগের সভাপতি তুরষ দাংগ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, হত্যা ও নিপীড়ন চলছে। যা চলছে তা মেনে নেয়া যায় না। রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘ ও বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।
মিয়ানমারে এত বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি নীরব থাকায় তার বিরুদ্ধে প্রশ্ন তোলেন বক্তারা।
