ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ২১:২৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার থেরাপি আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে তাক লাগাল অনিকা

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নভেল করোনাভাইরাসের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যখন ক্লান্ত-শ্রান্ত, তখন তাদের পাশে দাঁড়াল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী অনিকা শেব্রোলু।

২০২০ ৩এম ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ১৪ বছরের এই বালিকা করোনা প্রতিরোধের সম্ভাব্য একটি থেরাপি আবিষ্কার করে ২৫ হাজার ডলার জিতে নিয়েছে।

ইন-সিলিকো পদ্ধতি ব্যবহার করে অনিকা এমন একটি অণু আবিষ্কার করেছে, যা বেছে বেছে সার্স-কভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিনকে আটকে দিতে পারে। করোনার এই প্রোটিনের কারণেই গোটা পৃথিবীর মানুষ এত অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন।

‘গত দুদিন ধরে আমার প্রজেক্টটি নিয়ে অনেক মিডিয়া-হাইপ তৈরি হয়েছে,’ জানিয়ে এই খুদে বিজ্ঞানী মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘এটা আমাদের সম্মিলিত আশার প্রতিফলন। আমরা সবাই দ্রুত মুক্তি পেতে চাই।’

অনিকা ৮ম গ্রেডে থাকার সময় প্রজেক্টটি জমা দেয়। কিন্তু ওই সময় সে করোনার কথা ভাবেনি। প্রাথমিকভাবে তার লক্ষ্য ছিল এমন যৌগ শনাক্ত করা, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রোটিনকে আটকাতে পারবে।

অনিকা বলেছে, ‘মহামারী নিয়ে অনেক গবেষণা করে, অনেক সময় দিয়ে আমার মনে হয়েছে এটা নিয়ে কাজ করতে পারি।’

‘করোনায় এত মানুষের মৃত্যু হতে দেখে মেন্টরের পরামর্শে আমি টার্গেট পাল্টে ফেলি।’

অনিকা জানিয়েছে, ১৯১৮ সালের ফ্লু মহামারীর বিষয়ে পড়াশোনা করে তিনি করোনার চিকিৎসা পদ্ধতি বের করতে উৎসাহিত হয়।

অনিকা গবেষণার পাশাপাশি নাচ করে। প্রায় আট বছর ধরে সে ভরতনাট্যম শিখছে।

তার এই আবিষ্কার পৃথিবীবাসীকে এখনই করোনা থেকে মুক্তি দেবে না। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি তার সঙ্গে অধিকতর গবেষণার মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চূড়ান্তের চেষ্টা করবে।

-জেডসি