ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৫:৩৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আলাস্কায় ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তীব্র মাত্রার ভূমিকম্পে কেঁপেছে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকা আলাস্কা। ৭.৫ মাত্রার এই ভূমিকম্পের পর সেখানে স্থানীয় সময় সোমবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় দপ্তর থেকে জানানো হয়েছে, জনবসতিপূর্ণ আলাস্কা দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দূরবর্তী অধিকাংশ এলাকা এই সতর্কতার আওতায় পড়বে।

ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিধি বাড়ানো হয়েছে উত্তর পূর্বের কয়েক কয়েক’শ মাইল দূরের কুক উপসাগর পর্যন্ত। তবে আলাস্কার সবচেয়ে বড় অ্যাঙ্কোরেজকে এই সতর্কতার বাইরে রাখা হয়েছে।

সুনামির ভয়াবহতা কেমন হতে পারে সে ব্যাপারে মূল্যায়ন করা হচ্ছে বলে মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় দপ্তর।

যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিকাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উপকূলীয় শহর স্যান্ড পয়েন্ট থেকে ৫৭ মাইল দূরে ভূমিকম্পটি সংগঠিত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২৫ মাইল গভীরে।

-জেডসি