ফুটবল : লড়াই করে হেরেছে বাংলার তরুণীরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত :
বেশ ভাল খেলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ ১৬ নারী ফুটবল দল। কাল জাপানের চনবুরির আইপিই স্টেডিয়ামের দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে তাদের।
প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করে খেয়েছিল ৯ গোল। কিন্তু জাপানের সঙ্গে হেরেছে লড়াই করে। হার ৩-০ গোলে।
কাল ৩৯ মিনিটেই ৩ গোল হজম করে বসে কৃষ্ণাদের দল। গোলবন্যারই আশঙ্কা জেগেছিল এতে। কিন্তু দ্বিতীয়ার্ধে জাপানকে একাই আটকে রাখে গোলরক্ষক মাহমুদা।
কাল এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষে কম খাওয়াই ছিল মূল লক্ষ্য। এ জন্য একাদশেও পরিবর্তন আনেন কোচ। গত ম্যাচের তুলনায় অনেক গোছানো ফুটবল খেলেছে মেয়েরা, যদিও কৌশল ছিল রক্ষণাত্মক। মাঠে বোঝাপড়াটা ছিল ভালো। প্রতি-আক্রমণ থেকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বক্সে বেশ কয়েকবার ঢুকেও পড়ে কৃষ্ণা ও স্বপ্না।
বাংলাদেশ প্রথম গোলটি খেয়েছে ১২ মিনিটে। বক্সের সামনে ফ্রিকিক পায় জাপান। ইয়োজুকির গড়ানো শটে ১-০ করে তোমোকো তানাকা। ৩১ মিনিটে ডিফেন্ডার আঁখিকে পরাস্ত করে বক্সে ঢুকে মোয়ে নাকায়ে করে ২-০। ৩৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ৩-০ করেছে ইয়োজুকি। বাকি সময়ে মাহমুদার সামনেই সব চেষ্টা বিফলে গেছে জাপানিদের।
ম্যাচ শেষে জাপানের কোচ কুসুনোজ নাওকির মুখে মাহমুদার প্রশংসা, ‘বাংলাদেশের গোলরক্ষক আজ খুব ভালো খেলেছে। আমরা আরও বেশি গোল দিতে পারতাম, ওই মেয়েটির জন্যই হয়নি।’
আগামী পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাল অস্ট্রেলিয়াকে ৭-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুই জয়ে সেমিফাইনালে জাপান ও উত্তর কোরিয়া।
বাংলাদেশ দল: মাহমুদা, শিউলি, শামসুন্নাহার, মাসুরা, মনিকা (মার্জিয়া), সানজিদা (আনাই), মৌসুমী (রত্না), স্বপ্না, আঁখি, কৃষ্ণা, মারিয়া।
