ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২২:২২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাকাল: ৪ মাস পর খুলে দেয়া হলো ডিজনি ওয়ার্ল্ড

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার

করোনাকাল: ৪ মাস পর খুলে দেয়া হলো ডিজনি ওয়ার্ল্ড

করোনাকাল: ৪ মাস পর খুলে দেয়া হলো ডিজনি ওয়ার্ল্ড

কোভিড-১৯ বিস্তার রোধে নতুন নিয়ম চালুর মধ্যে দিয়ে প্রায় চার মাস পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম এবং অ্যানিম্যাল কিংডম খুলে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ এমন সময় এটি পুনরায় খুলে দিয়েছেন যেখানে ফ্লোরিডায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষনীয় এ স্থানটি শনিবার খুলে দেয়া হয়েছে এবং আগামী ১৫ জুলাই ডিজনির হলিউড স্টুডিও খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।

দেশটির করোনা আক্রান্তের পরিসংখ্যান বলছে, শনিবার ফ্লোরিডাতে নতুন করে প্রায় ১০ হাজার মানুস কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া মোকাবিলার জন্য গত মার্চের মাঝামাঝিতে ডিজনির অরল্যান্ডো পার্ক বন্ধ করে দেয়া হয়েছিল। একই সময়ে ইউনিভার্সাল অরল্যান্ডো এবং সি ওয়ার্ল্ড অরল্যান্ডো বন্ধ হয়ে গিয়েছিল।

তবে, এখই সবগুলো আকর্ষনীয় স্পট খুলে না দিলেও ডিজনিতে প্রবেশে জারি করা স্বাস্থ্যবিধিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। এছাড়াও প্রবেশমুখে সকলের তাপমাত্রার পরীক্ষা করা হবে।

কোভিড-১৯ সামাজিক দূরত্ব করোনাভাইরাস হলিউড স্টুডিও ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম এবং অ্যানিম্যাল কিংডম ডিজনি ওয়ার্ল্ড