ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৭:১৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শক্তিশালী সশস্ত্রবাহিনী গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার শক্তিশালী সশস্ত্রবাহিনী গড়তে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে সেনাবাহিনীর আটটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

দেশের যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশ বৈরিতা চায় না। আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই। কিন্তু অভ্যন্তরীণ বা বাহ্যিক যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

করোনাকালে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে সরকারপ্রধান বলেন, দেশের উন্নয়নে ও করোনাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সেনাবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

শীতকালে কারোনা আবার বাংলাদেশে আঘাত হানতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। করোনার মধ্য প্রণোদনা দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখা হয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

-জেডসি