ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:৩০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফুটবল : অস্ট্রেলিয়ার কাছেও হার বাংলার মেয়েদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

আবারো হারলো বাংলাদেশেরে মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে হেরেছে তারা। আজ রোববার থাইল্যান্ডের চোনবুরিরতে বাংলাদেশ ৩-২ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এমিলি হিউজ গোল করে এগিয়ে নেন নিজ দেশকে।
এর পর ৩৩ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী সরকার সরাসরি লালকার্ড পেলে আরো বড় ধাক্কা খায় বাংলাদেশ। তবে দমে যাননি বাংলার মেয়েরা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার।
বিরতির উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ফরোয়ার্ড মনিকা চাকমা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। এগিয়ে যায় বাংলাদেশ।
২-১ গোলে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ৭৮ মিনিটে স্ট্রাইকার কার্লি রোয়েস্ট কর্নার শট থেকে সরাসরি গোল করে অসিদের ম্যাচে ফেরান। পাঁচ মিনিট পর আবার কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অসি ফরোয়ার্ড সোফিয়া সাকালিস। ফলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার।
এর আগে আসরের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা জাপানের কাছে হারে ৩-০ গোলে।