অবশেষে নাসরিন-সানী সমঝোতা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : | আপডেট: ০৫:০৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
অবশেষে নাসরিন সুলতানার সঙ্গে সমঝোতা হয়েছে ক্রিকেটার আরাফাত সানীর। আজ সোমবার এ সমঝোতা হয়। ফলে আরাফাত সানীর জামিন স্থায়ী হয়েছে।
জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এই মর্মে একটি আপোশনামা দাখিল করে উভয়পক্ষ। এরপর বিচারক ওই মামলায় আরাফাত সানীর জামিন স্থায়ী করেন।
আপোশনামায় উভয়পক্ষ বলেন, ‘২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহর ধার্যে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা এখন বেড়ে ১০ লাখ টাকা হবে এবং অদ্য সোমবার পুনরায় বিবাহ রেজিস্ট্রি করে নিব।
এতে আরো বলা হয়, আমরা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে করা মামলা প্রত্যাহার করে নিব এবং এখন থেকে একসঙ্গে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করবো।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সানীর বিরুদ্ধে এ বছর ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় গত ২২ জানুয়ারি সানী গ্রেফতার হলে ওইদিন তার ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়। প্রায় ১ মাস ১৮দিন কারাভোগের পর গত ৯ মার্চ সানীর জামিন মঞ্জুর করে আদালত। পরে বাদি নাসনির সুলতানা সানীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি এবং নারী নির্যাতন আইনে আরেকটি মামলা করেন। ওই মামলাগুলোর একটিতে সানীর সঙ্গে তার মাকেও আসামি করা হয়।
