ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:৩০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাপানকে উড়িয়ে ভারতের জয়পতাকা ওড়ালেন সিন্ধু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : | আপডেট: ১০:৪৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

কোরিয়ায় ইতিহাস তৈরি করলেন পিভি সিন্ধু। পাশাপাশি জাপানি ওকুহারাকে হারিয়ে মধুর প্রতিশোধও নিয়ে নিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ওকুহারার কাছে হেরে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সিন্ধু , এদিন তার বদলা সুদে আসলে পুষিয়ে নিলেন সিন্ধু। সেদিনের সেই `সংকল্পে`ই আজ মধুর প্রতিশোধ।

রবিবার সকালে ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের নজর ছিল পিভি সিন্ধু বনাম ওকুহারা ম্যাচের দিকে। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা পিভি সিন্ধু ফাইনালেও লড়াকপ পারফরম্যান্স দেন। একের পর এক র্যালিতে দর্শকদের মন জয় করে নেন ভারতীয় ও জাপানি শাটলার। সিন্ধুর আগ্রাসন এবং ওকুহারার পারফেকশানের লড়াইতে প্রথম গেম গড়ায় টাইব্রেকারে। তবে দ্বিতীয় গেমে কার্যত ভারতীয় সিন্ধুকে উড়িয় দেন ওকাহুরা। তবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এগিয়ে থেকে খেতাব জয় করতে ব্যর্থ হয়েছিলেন হায়দরবাদী শাটলার। তবে সেই ম্যাচের হার থেকে শিক্ষা নেওয়া সিন্ধু এদিন অনেক পরিণত শাটলারের ভূমিকায় দেখা দেন।

তৃতীয় গেমে দুরন্ত সিন্ধু নিজের নার্ভ ধরে রেখে গেম পকেটে পুড়ে নেন। এদিনের ম্যাচের ফলাফল ২২-২০, ১১-২১, ২১-১৮। সিন্ধু এদিন সিওলে ইতিহাস তৈরি করলেন। এই প্রথম কোরিয়া ওপেনে সেরার শিরোপা পেলেন কোনও ভারতীয়। এদিকে সিন্ধুর এই সাফল্যে দারুণ খুশি গোটা ভারত। একের পর এক শুভেচ্ছা বার্তা আসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন তাঁর শুভেচ্ছা জানিয়েছেন সিন্ধুকে।