ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৭:৩৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রিফাত হত্যা: মিন্নিসহ ২ জনের আপিল শুনবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ও আসামি মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুজনের জরিমানাও স্থগিত করা হয়েছে।

দণ্ডাদেশের বিরুদ্ধে ওই দুজনের করা পৃথক আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে বুধবার (৪ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আলোচিত এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হয় গত ৩০ সেপ্টেম্বর। বরগুনার জেলা ও দায়রা জজ আদালত রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জন অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন। বেকসুর খালাস দেয়া হয় এ মামলার অপর চার আসামিকে।

গত বছর ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড, মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী এবং তাদের সাথে থাকা আরও দশ থেকে ১২ জন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রিফাতের স্ত্রী মিন্নি।

পরে গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।

 -জেডসি