ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৭:৪৮:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগুন থেকে মালিকের প্রাণ বাঁচালো পোষা টিয়া

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

আগুন থেকে মালিকের প্রাণ বাঁচালো পোষা টিয়া

আগুন থেকে মালিকের প্রাণ বাঁচালো পোষা টিয়া

পোষ্যদের সম্পর্কে অনেক মজার ঘটনাই শোনা যায়। তবে অস্ট্রেলিয়ার এক ব্যক্তির পোষা টিয়া যে ভাবে তার মালিকের প্রাণ বাঁচাল জানলে অবাক হতে হয়। ব্রিসবেনে এক ব্যক্তিকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল তার পোষা টিয়া। শুধু তাই নয়, দমকল কর্মীদের বক্তব্য, ওই টিয়ার জন্য আগুন অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়েনি। অনেক আগে নেভানোর কাজ শুরু করা গেছে।

ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েন। আজ বুধবার তাঁর বাড়িতে আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার।

অ্যান্টন জানিয়েছেন, তিনি প্রথমে কিছু বুঝতেও পারেননি। কারণ, তখনও স্মোক অ্যালার্ম বাজতে শুরু করেনি। কিন্তু তার পোষা টিয়া ‘এরিক’ ধোঁয়ার গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করে। বার বার ‘অ্যান্টন’, ‘অ্যান্টন’ বলে ডাকতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় তার। বুঝতে পারেন খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি এরিককে নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ির পিছনে গিয়ে তিনি দেখেন ঘর থেকে ধোঁয়া বার হচ্ছে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ইন্সপেক্টর ক্যামেরন থমাস বলেন, “বুদ্ধিমান টিয়া পাখিটির অ্যান্টন, অ্যান্টন চিৎকারই দু’জনের প্রাণ বাঁচিয়ে দিল। স্মোক ডিটেক্টর কাজ করার আগেই টিয়াটি বুঝতে পেরে যায় কোথাও আগুন লেগেছে।” সময় মতো দমকল পৌঁছে যাওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে বলে জানিয়েছেন থমাস।