এবার বলিউডে নারী ক্রিকেটার ঝুলনকে নিয়ে সিনেমা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক এবার তৈরি হতে চলেছে বলিউডে ৷ ঝুলনের ইচ্ছেমতোই হিন্দিতেই তৈরি হচ্ছে তার বায়োপিক ৷ ছবির নাম হতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’৷ ঝুলনের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ৷ তবে কোনও কিছু এখনও চূড়ান্ত হয়নি ৷
টলিউডের প্রস্তাব আগেই পেয়েছিলেন ঝুলন। কিন্তু হিন্দিতে প্রথম নিজের বায়োপিক হোক, সেটাই চাইছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এর আগে অবশ্য ঝুলন জানিয়েছিলেন, নিজের ভূমিকায় বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসুকে দেখতে চান তিনি ৷
ধোনি, সচিনের পর মেয়েদের সর্বোচ্চ উইকেট শিকারিকে নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে বলিউডে৷ শুধু বায়োপিকই নয়। বিজ্ঞাপনের দুনিয়াতেও এবার পা রাখতে চলেছেন ঝুলন। সচিন-বিরাটদের মতো বিজ্ঞাপনের অনেক অফার রয়েছে মিতালি, হরমনপ্রীতদের কাছেও। তবে ঝুলন এক্ষেত্রে একটু খুঁতখুঁতে ঝুলন। তিনি চান, এমন কোনও বিজ্ঞাপনে কাজ করতে যাতে সামাজিক সচেতনতা বাড়ে।
ডি লিট সন্মান ভূষিত প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমানে একদিনের ম্যাচে বিশ্বে সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন গোস্বামী। নদীয়া জেলার চাকদার প্রত্যন্ত গ্রামের মেয়ে ঝুলন গোস্বামীর হাতে। ভারতীয় এই পেসার হয়েছেন আই সি সি-র বর্ষসেরা ক্রিকেটার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেয়েছেন অর্জুন পুরুস্কার। ৩৪ বছর বয়সী ঝুলন হয়েছেন পদ্মশ্রী।
