ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২১:২৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘হলিডে কুইন স্কলারশীপ’ পেলেন ঢাবি’র ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ৪ জন এমএস ও একজন এম.ফিল শিক্ষার্থীকে গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে হলিডে কুইন স্কলারশিপ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, এমএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোছা. মোসলেমা আফরুজ্জাহান, তানজিনা সিদ্দীকা, মো. ওমর ফারুক, মো. হাফিজুর রহমান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এম ফিল শিক্ষার্থী মধুরিমা সাহা হিয়া।
হলিডে কুইন স্কলারশীপের অংশ হিসেবে ৫ শিক্ষার্থীকে ১ম কিস্তিতে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে নিয়োজিত ভিজিটিং প্রফেসর ড. ডেভিড কুইন এই স্কলারশিপ প্রবর্তন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে সমাজে অবদান রাখার জন্য বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।