ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৪:৪৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মধ্যবিত্ত’ জো বাইডেনের সম্পত্তির পরিমাণ কত জানেন?

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

জো বাইডেন। ফাইল চিত্র।

জো বাইডেন। ফাইল চিত্র।

জো বাইডেন। কারও কারও কাছে তিনি ‘মিডল ক্লাস জো’ নামেই পরিচিত ছিলেন। আজ সেই জো বাইডেনই আমেরিকার প্রেসিডেন্ট। ‘মিডল ক্লাস জো’ নামে পরিচিত হলেও বাস্তবে তার সম্পত্তির মূল্য কয়েক লক্ষ ডলার।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় সম্পত্তির যে হলফনামা দিতে হয়েছে ২০১৬, ’১৭ এবং ’১৮-র স্টেট এবং ফেডেরাল আয়কর রিটার্নের যে হিসেব পাওয়া গিয়েছে, ফোর্বস-এর ২০১৯-এর রিপোর্ট অনুযায়ী, বাইডেনের মোট সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ ডলার। তার মধ্যে ডেলাওয়ারে রয়েছে ৪০ লক্ষ ডলারের দুটি বাড়ি। নগদ এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে আরও ৪০ লক্ষ ডলার। এবং ১০ লক্ষ ডলার পেয়েছেন ফেডেরাল পেনশন হিসেবে।

১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত সেনেটর ছিলেন বাইডেন। সেনেট-এর হিস্টোরিক্যাল রেকর্ড বলছে, এই সময়ের মধ্যে বাইডেনের বেতন ৪২ হাজার ৫০০ ডলার প্রতি  বছর থেকে ১ লক্ষ ৭৪ হাজার ডলার পর্যন্ত হয়েছে। বাইডেন তখন উপহাস করে বলতেন, ‘আমি কংগ্রেসের সবচেয়ে গরিব মানুষ’।

২০০৯-এ ভাইস প্রেসিডেন্ট হন বাইডেন। ২০১৭ পর্যন্ত ওই পদে ছিলেন। এই সময় তার বেতন এক ধাক্কায় ৩০ শতাংশ বাড়ে। প্রতি বছরে সেই বেতন দাঁড়ায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার ডলার। ২০১৯-এ বাইডেন যখন তাদের আর্থিক সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আনেন তখন তিনি জানিয়েছিলেন, ২০১৭ এবং ’১৮ সালে তার এবং স্ত্রী জিলের সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫ লক্ষ ডলার।