ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২১:৫৪:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারের জঙ্গলে নতুন প্রজাতির বানর পাওয়া গেছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

মিয়ানমারের জঙ্গলে সন্ধান পাওয়া নতুন প্রজাতির বানর পোপা লাঙ্গুর।

মিয়ানমারের জঙ্গলে সন্ধান পাওয়া নতুন প্রজাতির বানর পোপা লাঙ্গুর।

মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলের এক জঙ্গলে নতুন এক ধরনের বানরের সন্ধান পাওয়া গেছে। এই বানর সম্পর্কে এতদিন বিজ্ঞানীদের কিছুই জানা ছিল না।

পোপা পর্বতের নামানুসারে এই বানরের নামকরণ করা হয়েছে পোপা লাঙ্গুর। তবে এই প্রাণীটি এর মধ্যেই বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কারণ এই প্রজাতির সদস্য রয়েছে মাত্র ২০০টির মত।

লাঙ্গুর গাছের পাতা খায়, এমন ধরণের বানর, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় এ প্রজাতি দেখা যায়। এই প্রজাতির বানরটির বৈশিষ্ট্য হলো, এদের চোখে চশমাসদৃশ গাঢ় বর্ণের বৃত্তাকার রিং রয়েছে যা আলাদা করে চোখে পড়ে। আর এর গায়ের পশমের বর্ণ ধূসর।

জিন গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে ১০ লাখ বছর আগে যেসব বানর ছিল তাদের চেয়ে এই পোপা লাঙ্গুর বানরের প্রজাতি আলাদা।

আবাসস্থল ক্ষতি এবং শিকারের কারণে বানরের এই প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকির মধ্যে রয়েছে।

বুনো বানরের মল-মূত্র থেকে পাওয়া ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই ধারণা করছিলেন যে, মিয়ানমারে বানরের নতুন প্রজাতি রয়েছে। তবে এতদিন ধরে কোন প্রমাণ পাওয়া যায়নি।

যথেষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় তারা লন্ডন, লেইডেন, নিউইয়র্ক এবং সিঙ্গাপুরের প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরগুলোয় থাকা বানরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে শুরু করেন।

সেই নমুনা থেকে পাওয়া ডিএনএ বুনো বানরের সঙ্গে যাচাই করে দেখার পর নতুন এই প্রজাতিটি শনাক্ত করেন বিজ্ঞানীরা।

সূত্র : বিবিসি