রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান জরুরী : সুলতানা কামাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সম্মানজনক সমাধান জরুরী। তা না হলে এই অঞ্চলের জন্য বিশেষত ভারতসহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর জন্য একটি প্রধান ও স্থায়ী নিরাপত্তা সমস্যার সৃষ্টি হবে।
তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে।
মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও মানবাধিকার রক্ষার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুলতানা কামাল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। তাই বলা যায়, সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই কার্যক্রম যথেষ্ট কি না ও অন্যান্য দেশ উদ্বুদ্ধ হচ্ছে কি না, তা দেখতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।
খুশি কবির বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে সচেষ্ট থাকতে হবে। নারীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। শরণার্থীশিবিরে তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এই সমস্যার একটি রাজনৈতিক ফয়সালা হতে হবে।
