পিরোজপুরে যৌন হয়রানির দায়ে একজনের পাঁচ বছরের সাজা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
কলেজছাত্রীকে (১৭) যৌন হয়রানির দায়ে পিরোজপুর পৌরশহরে পঙ্কজ রায় (৩৮) একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত পঙ্কজ শহরের কালিবাড়ি এলাকার নিরঞ্জন রায়ের ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পঙ্কজ আদালতে উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবদুর রাজ্জাক খান। আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির।
