ঢাকা, শনিবার ১১, মে ২০২৪ ৯:৩৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদেশ ফেরতদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউ সামালে অনেকটা আটঘাট বেঁধে মাঠে নেমেছে সরকার। ইতোমধ্যে জনসম্মুখে মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এ মাস্ক পরিধান তদারকিতে দেশের সবস্থানে ভ্রাম্যমান আদালতও পরিচালিত হচ্ছে। এবার বিদেশ থেকে আগতদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

আজ রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেছেন, দুই একদিনের মধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে। খুব শিগগিরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ক্যাম্পে করোনা টেস্টের স্যাম্পলিং বুথ স্থাপন করা হবে।

প্রসঙ্গত, সারা বিশ্বে দ্বিতীয়/তৃতীয় দফায় করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। বাংলাদেশেও প্রতিদিন উল্লেখযোগ্য করোনা রোগী শনাক্ত হচ্ছে।

-জেডসি