ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৭:০৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্কুলে ভর্তি পরীক্ষার দুটি বিকল্প প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ভর্তির জন্য দুটি উপায়ে পরীক্ষা নেয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

দুটি প্রস্তাবের মধ্যে একটি হলো, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা। অন্যটি, ৯ দিনে ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া।

শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শিগগির এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এখন মাউশির প্রস্তাব নিয়ে কাজ চলছে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।

অন্যান্য বছর ডিসেম্বরের শুরুতে বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন নেয়া শুরু হয়। ১ জানুয়ারি থেকে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। তবে এ বছর করোনার কারণে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ডিসেম্বর পর্যন্ত সব বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

-জেডসি