রোহিঙ্গাদের সহায়তায় ২২৪ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র দুই কোটি ৮০ লাখ ডলার অর্থাত ২২৪ কোটি টাকা দেবে।
বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে এ সহায়তার আশ্বাস দেন। বৈঠকের পর সাংবাদিকদের এ সহায়তা প্রদানের কথা জানান মন্ত্রী।
জানা গেছে, রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট। রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজেদের দেশে ফিরে যেতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এ বিষয়ে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে যত সাহায্য সহযোগিতা করা দরকার তা যুক্তরাষ্ট্র করবেন। দেশটি প্রয়োজনে সাহায্য আরো বাড়াবেন বলেও জানান মন্ত্রী।
