ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাক-সবজির দাম চড়া, মাছেও আগুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

শাক-সবজির দাম চড়া, মাছেও আগুন

শাক-সবজির দাম চড়া, মাছেও আগুন

রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। দাম বেড়েছে মাছসহ অন্যান্য পণ্যেরও। ফলে কম আয়ের মানুষ নাভিশ্বাস উঠলেও বাধ্য হয়ে বাড়তি দামেই বাজার করতে বাধ্য হচ্ছেন তারা। আলু, বেগুন, টমেটো, শিমসহ শাক-সবজির দাম বেশ চড়া। বাড়তি মাছের দামও। তবে সামান্য স্থিতিশীল মাংসের বাজার।

আজ শুক্রবার সকালে সরজমিনে রাজধানীর মালিবাগ, রামপুরা, কারওয়ানবাজার, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা, পলাশী ও নিউমার্কেট বাজার ঘুরে দেখা গেছে, শীতের শাক-সবজিতে ভরা বাজার। সব ধরনের শাক-সবজির সরবরাহ পর্যাপ্ত হলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য তুলনামূলক বেশি বলে অভিযোগ করছেন তারা। দোকান ভেদে একই সবজি বিক্রি হচ্ছে ভিন্ন দামে।

বাজার ঘুরে দেখা গেছে, শিম প্রতি কেজি ১২০ টাকা, নতুন আলু ১৫০ টাকা কেজি, ফুল কপি এতি পিস ৫০ টাকা, পিয়াজ দেশিটা ৯০ এবং বিদেশীটা ৬০ টাকা। টমেটো ১১০ টাকা কেজি, কাচা মরিচ ২২০ টাকা কেজি, পটোল ৭০ টাকা কেজি, লেবু হালি ২৫ টাকা। গাজর কেজি ৭০ টাকা। ঢেড়শ কেজি ৬০ টাকা, ধনে পাতা ১০০ গ্রাম ২০ টাকা, লাল শাক একমঠো ১৫ টাকা, দেশি আদা কেজি ১১০ টাকা, শসা ৯০ টাক কেজি, চিচিঙ্গা কেজি ৬০ টাকা, পালং শাক একমঠো ৩০ টাকা, লাউ শাক এক মুঠো ৪৫ টাকা, কচুমুখ এক কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৩৫ টাকা, রববোটি, কেজি ৮০ টাকা, লম্বা বেগুন কেজি ৯০ টাকা, কাচা কলা হালি ৪০ টাকা, পুই শাক এক মুঠো ৩০ টাকা, করল্লা কেজি ৯০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪৫ টাকা। লাউ প্রতি পিস ৫৫ টাকা, কাকরল ৮০ টাকা, ডাটা শাক এক মুঠো ১৫ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১১০ টাকা, ঝিংগা প্রতি কেজি ৭০ টাকা, মুলা কেচি ৭০ টাকা, লতি প্রতি কেজি ৬০ টাকা, ধুরদুল কেজি ৭০ টাকা, বিট কেজি ২৪০ টাকা, পুদিনাপাতা একশ গ্রাম ৫০ টাকা, থানকুনি পাতা এক মুঠো ১০ টাকা। রশুন দেশিটা কেজি ১২০ টাকা, আদা ৫ প্রাম ১৩০ টাকা,  

মাছের বাজার: বাজারে প্রতিকেজি চিংড়ি ৭শ, পাবদা ১ হাজার থেকে ১২শ', কেজিওজনের বোয়াল ৩৫০, টেংরা ৩২০ থেকে ৬শ', রুই-কাতল ২২০ থেকে ২৩০ আর পাঁচমিশালি ২শ' টাকা। প্রচুর সরবরাহ থাকলেও ইলিশের দাম বেশ চড়া। জোড়া ২৪শ টাকা।

মাংসের বাজারে: ব্রয়লার মুরগি কেজি ১৬০, গরু ৪শ' আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৬শ' টাকা কেজি।