ঢাকা, মঙ্গলবার ১৬, এপ্রিল ২০২৪ ১৮:১১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশ্বজুড়ে। আবারও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে দীর্ঘদিন পর একদিনে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত এবং প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, দ্বিতীয় ধাক্কায় ইউরোপে প্রতি ১৭ সেকেন্ডে ১ জন করোনা রোগীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৮৩ জন। মৃত্যু হয়েছে ১৯৫১ জনের।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ২৮৩ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৫০ হাজার ৬১৩ জন এবং মারা গেছে ১ লাখ ৩২ হাজার ৭৬৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ২০ হাজার ১৬৪ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৬২ জনের।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ২ হাজার ১৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৭৭ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ১ লাখ ২ হাজার ২৮৪ জন।

-জেডসি