ঢাকা, শুক্রবার ১০, মে ২০২৪ ৭:২২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই সর্বোত্তম: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাযুদ্ধে টিকে থাকতে হলে সবাইকে মাস্ক পরিধান করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মাস্ক না পড়লে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারে আমলে যেসব উন্নয়ন কাজ হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি।

মন্ত্রী উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় হরগজ ইউনিয়নের হরগজ ইউনিয়ন পরিষদ অফিস বালুচর ভায়া নয়াপাড়া সড়কের চেইনেজ ৩৫০ মিটারে ৪৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

-জেডসি