ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৩৫:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে চার বছরের শিশু ধর্ষণের শিকার!

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীর চরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেছেন। পরে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
 
শিশুটির বাবা জানান, কামরাঙ্গীর চরের ব্যাটারিঘাট এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় তারা ভাড়া থাকেন। সোমবার দুপুরে শিশুটির মা বাথরুমে গোসল করতে ঢোকেন। এ সময় পানি না থাকলে তিনি মেয়েকে তিন তলায় গিয়ে বাড়িওয়ালাকে পানি ছাড়ার কথা বলতে বলেন। শিশুটি পানি ছাড়ার কথা বলতে গেলে বাড়িওয়ালার ছেলে মাহাবুব তাকে রুমে আটকে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজির পরে শিশুটিকে মাহাবুবের রুম থেকে উদ্ধার করা হয়।
 
কামরাঙ্গীর চর থানার ওসি শাহিন ফকির জানান, ঘটনাটি সম্পর্কে পরিবারের লোকজন জানাজানি হওয়ার ভয়ে কাউকে কিছুই বলেনি। বুধবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা নিজেই তাকে থানায় নিয়ে আসেন। তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পর থেকে মাহাবুবসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে। মাহাবুবকে ধরতে অভিযান চলছে।