ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৯:৩১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় আরও ৩৯ প্রাণহানী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

দেশে করোনায় একদিনে আরো ৩৯ প্রাণহানী

দেশে করোনায় একদিনে আরো ৩৯ প্রাণহানী

দেশে করোনায় একদিনে আরো ৩৯ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে। এর পাশাপাশি গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৬ জন। যা নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়ে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের  মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, ২৪ নভেম্বর তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।