ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৩:০৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ম্যারাডোনা ফুটবলপ্রেমীদের কাছে চিরস্মরণীয়: শেখ হাসিনা

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা। তার বয়স হয়েছিল ৬০ বছর।

গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন উদযাপন করেন মারাদোনা। তার কয়েক দিন পর নভেম্বরের শুরুর দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বকালের সেরা ফুটবলার। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। চিকিৎসকরা দাবি করেছিলেন, মারাদোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র দুই সপ্তাহ পর গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবীকে বিদায় জানালেন নন্দিত ফুটবলার। শোকসাগরে ভাসান অগণিত ভক্ত-অনুরাগীকে।

-জেডসি