ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৮:১১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি, একে অপরের সঙ্গে নয়: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ফল মানতে নারাজ। প্রায় ২০ দিন পর বাইডেনের জয় অনেকটা মেনে নিয়েছেন ট্রাম্প। এছাড়া ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। এরপরই বাইডেন এক বক্তৃতায় বলেছেন, আমরা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি, একে অপরের সঙ্গে নয়।

বাইডেন আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, ভাইরাস ছড়াতে পারে ছুটির দিনে এমন কোনো আয়োজন না করার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো ভয়াবহ আকারে রয়েছে করোনা।

আগের দিন এক বক্তৃতায় বাইডেন বলেন, ‘আমেরিকা তার আগের জায়গায় ফিরে যাবে। আবার তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। সেখান থেকে কোনোভাবেই পিছপা হবে না।’ তিনি ঘোষণা করেন- আবারো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলবে আমেরিকা।

অপরদিকে নির্বাচনের ফল উল্টে দিতে সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেনসিলভেনিয়ায় রিপাবলিকান রাজ্য সাংসদদের এক সভায় ফোনের মাধ্যমে বক্তৃতায় এমন আহ্বান জানান। নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলেও এদিন আবারও অভিযোগ করেন তিনি।

-জেডসি