ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাবর আজমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন দেশটির এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বাবর। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ে করার বদলে মারধর করেন এবং হুমকি দেন এই ক্রিকেটার।

শনিবার (২৮ নভেম্বর) আচমকা পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন হামিজা মুখতার নামে এই নারী। তার দাবি, বাবর আজম যখন কঠিন সময় পার করছিল, তখন মানসিক ও আর্থিকভাবে তাকে সাহায্য করেছিলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা দাবি করেছেন, বাবর যখন ক্রিকেটার হয়ে ওঠেনি, তখন থেকে ওকে আমি চিনি। ও গরিব পরিবারের ছেলে ছিল। বাবর আর আমি একই অঞ্চলে বড় হয়ে উঠেছি। আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। পরবর্তীকালে আমরা একসঙ্গেই থাকতাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ও আমাকে অন্তঃসত্ত্বা করে দেয়। ও আমাকে মারধর করে, হুমকি দেয়। ও আমাকে ব্যবহার করেছে। আশা করি আমার ভাই-বোনেরা ন্যায়বিচার পেতে সাহায্য করবেন, যাতে আর কোনও মেয়ের আমার মতো পরিণতি না হয়।

বাবর আজমের সঙ্গে তার কীভাবে পরিচয় ঘটল সে বিষয়ে হামিজা মুখতার বলেন, বাবর আমার স্কুলের বন্ধু ছিল। ২০১০ সালে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। ও আমার বাড়িতে এসে এই প্রস্তাব দেয়। আমি সেই প্রস্তাব গ্রহণ করি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বোঝাপড়া গড়ে ওঠে। আমরা বিয়ের পরিকল্পনা করি। বাড়িতে সে কথা জানাই। কিন্তু পরিবারের লোকজন রাজি হননি। এরপর আমি আর বাবর বিয়ে করার সিদ্ধান্ত নিই। ২০১১ আমি বাবরের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাই। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। আমরা একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করি। আমি বারবার বিয়ের কথা বলতে থাকি, কিন্তু ও বলে, আমরা বিয়ে করার মতো অবস্থায় নেই। ঠিক সময় এলে আমরা বিয়ে করব।

হামিজা মুখতার আরও জানিয়েছেন, সব খরচ আমাকেই দিতে হত। এমনকী, বাবরের ক্রিকেট খেলার জন্য যে টাকা দরকার হত, সেটাও আমি দিতাম। ২০১৬ সালে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এরপরেই বাবরের আচরণ বদলে যায়। ও আমাকে মারধর শুরু করে, হুমকি দেয়।

-জেডসি