ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১০:২৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাজী মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি নিশ্চিত করেন।

গুলশান আরে বেগম দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি বছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত সাতদিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বর্তমানে হাজী সেলিমও ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান তার ব্যক্তিগত সচিব বেলাল।

হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন গুলশান আরা বেগম। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন তিনি।

আজ সোমবার বাদ আছর চকবাজার জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

-জেডসি