ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:২৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টি২০ বিশ্বকাপের আগেই মুক্তি পেতে পারে ঝুলনের বায়োপিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩০ এএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

টি২০ বিশ্বকাপের আগেই মুক্তি পেতে পারে ঝুলনের বায়োপিক। চাকদহের বাড়ি থেকে লর্ডস। রিয়াল লাইফে ঝুলন গোস্বামীর ক্রিকেট কেরিয়ার। এবার সেটাই উঠে আসছে রিল লাইফে। অবশেষে বায়োপিক তৈরি হচ্ছে ভারতীয় অলরাউন্ডারের। চতুর্থ ভারতীয় ক্রিকেটার ও প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি। সুশান্ত দাসের পরিচালনায় ছবির নাম হতে চলেছে ‘চাকদহ এক্সপ্রেস’। প্রধান ভূমিকায় থাকতে পারেন বলিউডের হার্টথ্রব দীপিকা পাডুকোনে।
এক মাস আগের কথা। বিশ্বকাপে রানার্স হয়ে সবে ফিরেছেন। নিউজ ১৮-কেই একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বায়োপিক হলে মন্দ হয় না।
এবার সেটাই বাস্তবে হতে চলেছে। বলিউডে এখনও পর্যন্ত সচিন, আজহার, ধোনি - এই তিন ক্রিকেটারের বায়োপিক হয়েছে। এবার সেই তালিকায় ঝুলন গোস্বামী। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে নজির। ১০ বছরে চাকদহের পাড়ায় ক্রিকেটের হাতেখড়ি থেকে লর্ডস। পুরোটাই ফুটে উঠবে ঝুলনের বায়োপিকে। বায়োপিকের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চান ঝুলন। ভারতীয় প্রাক্তন মহিলা ক্রিকেট দলের অধিনায়কের সেই ইচ্ছেকে সায় দিয়ে হিন্দিতেই তৈরি হবে ছবি। চাকদহ, কলকাতা তো বটেই। ইংল্যান্ডেও হবে শ্যুটিং।
আগামী বছর মেয়েদের টি২০ বিশ্বকাপ। তার আগেই মুক্তি পেতে পারে এই ছবি।