ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৩৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সড়ক দুর্ঘটনায় হানিফ ফ্লাইওভারে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় আসমা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আসমাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া পথচারী জহির জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ধোলাইপাড়ের ঢালে কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন আসমা। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

নূরুন নাহার নামের ৪ বছরের এক মেয়েশিশু জানায়, মৃত নারী তার মা। ধোলাইপাড় এলাকায় থাকে তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আসমার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।