ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২১:১৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবি চ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:৪৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথমবর্ষ বিএফএ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা (অংকন) অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের জয়নুল গ্যালারী অংকন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত চ-ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫৫২ জন আজ এ পরীক্ষায় অংশগ্রহণ করে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা ১৩৫টি।