বাড্ডায় আগুনে পুড়ে মায়ের মৃত্যু, ২ সন্তান দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৫:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার
রাজধানীর বাড্ডায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে জেসমিন আক্তার (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় তার দুই সন্তান আমানুল্লাহ (১১) ও সানজিদা দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থান আশঙ্কাজনক।
শনিবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
বাড্ডা থানা কর্তৃপক্ষ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব বাড্ডার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই তিনজন ঘুমিয়ে ছিলেন। আগুনের কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত করছে।
প্রতিবেশীরা জানান, আগুন লাগার পর ঘরের ভেতর থেকে তারা চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এসে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়। রোববার ভোরে জেসমিন মারা যান।
অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানান, কী কারণে এই আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।
এদিকে চিকিত্সকরা বলছেন, জেসমিনের দুই সন্তানের অবস্থানও আশঙ্কাজনক। আমানুল্লাহর শরীরের ৩০ ভাগ এবং সানজিদার শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে।
