ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ০:২১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে

জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে

নতুন বছর জয়পুরহাট জেলার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা  চার লাখ নতুন বই পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ১ জানুয়ারি বই উৎসব চলে দেশের সকল বিদ্যালয়ে।

এ কারণে জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে ৪ লাখ এক হাজার ৫ শ ৯৪ টি নতুন বই। বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠবে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে এক লাখ ৩ শ ৬৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৪ লাখ এক হাজার ৫ শ ৯৪ টি নতুন বই। ইতোমধ্যে জেলার প্রতিটি বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষের নতুন বই পৌঁছানোর কাজ চলছে ।

জয়পুরহাটে সরকারি প্রাথমিক ও কিন্ডার গার্টেনসহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬ শ ৩৭ টি। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লাখ ৩ শ ৬৬ জন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭১ টি, পরীক্ষণ বিদ্যালয় ১ টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৩৩ টি, কিন্ডার গার্টেন বা কেজি স্কুল ১০৪ টি, নন রেজি: বিদ্যালয় ৯ টি, উচ্চতর মাদ্রাসা সমন্বিত ১ টি ও অন্যান্য বিদ্যালয় ১৮টি।

মহামারি করোনা কারণে এবার বই উৎসব হবে না। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকরা বিদ্যালয়ে এসে বই নিতে পারবেন বলে জানান, সহকারি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন।