ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৩৬:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক : মায়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৭:২০ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের গর্ভে বাংলাদেশে জন্ম নেওয়া শিশুরা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার ফিলিপস ক্যান্ডিওর সঙ্গে বৈঠক করেন তিনি।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, বাংলাদেশে এসে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক। এ পর্যন্ত বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তারা সকলেই অনুপ্রবেশকারী। তাদের সবাইকে মিয়ানমারেই ফিরে যেতে হবে।

মায়া আরো বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এটিই স্থয়ী সমাধান। সাময়িকভাবে মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। সময় বলে দেবে তাদের মর্যাদা কী হবে। রোহিঙ্গারা গণহত্যা ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া নারীদের যে সন্তান জন্ম হচ্ছে, তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেওয়া হচ্ছে।