ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৩:১১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘জেসিআই শান্তি পুরস্কার’ পেলেন এএইচএম নোমান

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০১:২৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

দেশে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ‘জেসিআই বাংলাদেশ শান্তি সম্ভব এওয়ার্ড- ২০১৭’ পেলেন বেসরকারী সংস্থা ডরপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নোমান।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)- বাংলাদেশের পক্ষ থেকে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে জনাব নোমন এ সম্মাননা গ্রহণ করেন।

বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ দেশে টেকসই পদ্ধতিতে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় আন্তর্জাতিকভাবে জেসিআই’র সম্মাননা দেয়া হয়।

এ বছর বাংলাদেশের এএইচএম নোমানসহ নয়জন এ সম্মাননা পান।

এরআগে তিনি ‘দারিদ্র্য বিমোচন ও মানবহিতৈষী’ কাজে অবদান রাখায় বাংলাদেশে প্রথম ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০১৩’ লাভ করেন।

ইরফান হক ও ইসমত জাহান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিসেবে নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট আহমেদ

আশফাকুর রহমান, জেসিআই নর্থ’র লিগ্যাল কাউন্সিলর কানিজ ফাতেমা প্রমুখ।