ওড়নায় ঝুলে ছিলো নারী আনসার কর্মকর্তার মরদেহ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে পলাশী স্টাফ কোয়ার্টার থেকে রুমানা ইয়াছমিন (৩০) নামে এক নারী আনসার কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএস ক্যাডার। বর্তমানে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রোমানার গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লোহাজল গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ নুরুন্নবী। আজিমপুর স্টাফ কোয়ার্টারে থাকতেন তারা।
রোমানার বোন নুসরাত ইয়াসমিন জানান, রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রোমানাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে রোমানা গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে নুসরাত কিছুই জানাতে পারেননি।
এ বিষয়ে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মৃত রুমানা গাজিপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন।
তিনি আরও জানান, রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানান। ওই সহকর্মী বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে অন্যদের সহায়তায় দরজা ভেঙে রুমানাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
-জেডসি
