ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৪:৩০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জুনের মধ্যে দেশের ২০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুনের মধ্যে দেশের ২০ ভাগ মানুষ মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আশা করছি জানুয়ারির শেষে না হলে ফেব্রুয়ারিতে তিন কোটি ভ্যাকসিনের ডোজ পাব। এই ভ্যাকসিন দিতে ছয়মাস লাগবে। জুনে কোভেক্সের ভ্যাকসিন আসবে। জনসংখ্যার ২০ ভাগ সেই ভ্যাকসিন পাবে।

রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ভ্যাকসিন ও ওষুধের ল্যাব পরিদর্শন করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভ্যাকসিনের ল্যাব অনুমোদন দিয়েছে। করোনার যে ভ্যাকসিন আসবে তা এখানে পরীক্ষা করা হবে। এটা আন্তর্জাতিকমানের। করোনার ভ্যাকসিন কেনার অর্ডার পাঠিয়ে দেয়া হচ্ছে। যখনই অক্সফোর্ডের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাবে তখনই বাংলাদেশ সেটা পাবে।

জাহিদ মালেক আরও বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও চিকিৎসায় বাংলাদেশ যে ভালোভাবে কাজ করছে এর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ। এক্ষেত্রে আমরা আমেরিকা ও ভারতকেও পেছনে ফেলেছি। সবার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

-জেডসি