ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৯:১৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাজ্য থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে একটি নতুন ধরণের অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশ এখনও ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বলে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবে হবে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে হবে। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে স্ট্রং কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালের কোভিড রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকার আশকোনার হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে।

তিনি জানান, এ বিষয়ে একটি সভা আছে আজ রাতে। সেখানেই একটি যৌক্তিক সময় দিয়ে এ বিষয় জানিয়ে দেয়া হবে কবে থেকে তা কার্যকর হবে।

সরকারের কোয়ারিন্টিনে না থেকে হোটেল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, আমাদের যারাই সিঙ্গাপুরে যাচ্ছেন, অন্য কোনো অপশনই নেই।…তারা আগে থেকেই রুম অ্যালট করে দিচ্ছে, ওই রুমের বাইরে আসতে পারবেন না। নেগেটিভ হলেও হবে না, এরপরেও সেখানে তাদের থাকতে হচ্ছে। তারা আবার টেস্ট করবে।

লন্ডন থেকে যারা আসছেন, তাদের নিয়ে দেরিতে সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে কি না- সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা তো যে প্রটোকল আছে, তা মানার চেষ্টা করছি।

-জেডসি