ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৬:৫২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১২ দিনে বিতরণ হবে নতুন বই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির বিশেষ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি ভেবে নতুন শিক্ষাবর্ষে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে স্কুলগুলো ১২ দিন সময় পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় নতুন বছরে বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১২ দিন ধরে নতুন বই বিতরণ করা হবে। প্রতি ক্লাসে ৩ দিন করে বই বিতরণ হবে। নিজ নিজ প্রতিষ্ঠানকে কোনোদিন বই নেবে সেটা ভাগ করে দেবে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই নিতে হবে। শিক্ষার্থীরা প্যাকেটজাত বই পাবে। ইতোমধ্যে মাঠপর্যায়ে বই পাঠানো হয়েছে।

মন্ত্রী জানান, আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত নতুন বই বিতরণ করা হবে।

অন্যদিকে আগামী বছরের জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে বলে ভার্চুয়াল সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জুলাই-আগস্ট মাসে নেয়া হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানান মন্ত্রী।

-জেডসি