ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২০:০৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীরা ১২ দিনের মধ্যেই নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১২ দিনের মধ্যেই দেশের সব স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১২ দিনের মধ্যেই আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বই বিতরণ করা হবে।

বৃহস্পতিবার সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে এবছর সব শিক্ষার্থীদের একসঙ্গে বই বিতরণ করা হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে তিন দিন করে মোট ১২দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে ২০২১ সালের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

এবার প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি নতুন বই ছাপানো হয়েছে। ২০২১ শিক্ষাবর্ষে ৩৪ কোটি ৩৬ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হবে। করোনার নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বই ছাপানোর কাজ শেষ করেছেন সংশ্লিষ্টরা।

-জেডসি