ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৯:৪০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের নবনির্মিত ম্যূরাল উদ্বোধন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের নবনির্মিত ম্যূরাল উদ্বোধন

সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের নবনির্মিত ম্যূরাল উদ্বোধন

কুমিল্লায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরশিল্পী শচীন দেব বর্মনের নবনির্মিত স্মৃতি ম্যূরাল উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শহরের চর্থাস্থ শচীন দেব বর্মনের বাড়িতে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরশিল্পী শচীন দেব বর্মনের ম্যূরাল উদ্বোধন করেন।

আবুল ফজল মীর বলেন, কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের মতো আরো অনেক জ্ঞানী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগঠক ও শিল্পী সাহিত্যিকের জন্ম দিয়ে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত। শচীন দেব বর্মন নিজেই ঐতিহ্যপূর্ণ বাংলার গীতি কবিতাকে পাক-ভারত উপমহাদেশে সুরে ও সঙ্গীতে সমৃদ্ধ করেছেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন- শচীন দেব বর্মনের ম্যুরাল নির্মাতা বিশিষ্ট ভাস্কর্য ও চিত্রশিল্পী উত্তম গুহ। বক্তৃতা করেন- প্রফেসর আমীর আলী চৌধুরী, গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অতিরিক্ত পিপি এডভোকেট গোলাম ফারুক, সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি পাপড়ী বসু।

অনুষ্ঠানে সুর শিল্পী শচীন দেব বর্মন রচিত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।