ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৫:৫৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০ জানুয়ারির মধ্যে হতে পারে এইচএসসির ফল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

১০ জানুয়ারির মধ্যে হতে পারে এইচএসসির ফল

১০ জানুয়ারির মধ্যে হতে পারে এইচএসসির ফল

আগামী ১০ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশিত হতে পারে। এরইমেধ্যে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। অধ্যাদেশ জারি ও প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ১০ জানুয়ারির মধ্যেই এই ফল প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী ৭ জানুয়ারি ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে। পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের জন্য চলতি সপ্তাহের ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হতে পারে। এর পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো থেকে জানা গেছে, ফল মোটামুটি প্রস্তুত করে রাখা হচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হতে পারে। এর পর রাষ্ট্রপতির অনুমোদনসাপেক্ষে অধ্যাদেশ জারি হবে।

করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেওয়া হয়নি। অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হচ্ছে।