করোনার ভ্যাকসিনে আগ্রহ নেই ব্রিটিশ তরুণীদের
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩১ এএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
করোনার ভ্যাকসিনে আগ্রহ নেই ব্রিটিশ তরুণীদের
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে যখন ভ্যাকসিন আবিস্কারে ব্যস্ত সারাবিশ্ব, তখনই জানা গেলো এতে আগ্রহ নেই যুক্তরাজ্যের তরুণীদের।
সম্প্রতি চালানো এক জরিপের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল।
জরিপে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন প্রয়োগের সুযোগ থাকলেও এখনই তা গ্রহণ করতে রাজি হবেন না ১৮ বছরের চেয়ে কম বয়সী উল্লেখযাগ্য সংখ্যক তরুণীরা। এ নিয়ে তাদের কোনও আগ্রহই নেই।
জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ শতাংশ অবশ্য ভ্যাকসিন গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ১৮ শতাংশ অংশগ্রহণকারী ভ্যাকসিন গ্রহণ করবেন না বলে মত দিয়েছেন।
সবমিলিয়ে ৫৫ হাজার ৬৪২৩ জনের ওপর এই জরিপ চালানো হয়। এত দেখা গেছে, অপেক্ষাকৃত কম বয়সীরা ভ্যাকসিনের বিপক্ষে মত দিয়েছেন।
জরিপে অংশ নেওয়া ১৮ থেকে ৩৪ বছর বয়সী নারীদের এক তৃতীয়াশ বলেছেন, তারা ভ্যাকসিন নেবেন না। ভ্যাকসিন গ্রহণের ফলে গর্ভধারণ ও অন্যান্য শারীরিক সমস্যার আশঙ্কার বিষয়টি উল্লেখ করেছেন তারা। তাদের সঙ্গে তাল মিলিয়েছেন ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ৭ শতাংশ নারী।
ডেইলি মেইল বলছে, জরিপে অংশ নেওয়া ১০০ জনের মধ্যে ৬ জন বলেছেন- ভ্যাকসিনে তাদের বিশ্বাস নেই। আর পাঁচজন বলেছেন- তারা ভ্যাকসিনের বিরোধী। তাই তারা ভ্যাকসিন গ্রহণ করতে চান না।
