ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৭:৪৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে স্পিকারের শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  ফাইল ছবি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ সোমবার এক শোক বার্তায় স্পিকার রাবেয়া খাতুনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাবেয়া খাতুন রোববার রাজধানীর বনানীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
অর্ধ শতাধিক উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন শিক্ষকতা করতেন, সাংবাদিকতাও করেছেন। তিনি বাংলা একাডেমির পর্ষদ সদস্য ছিলেন।
এছাড়া, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।