ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৪:৩৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। সতর্ক বার্তা দেওয়ার পরও তা ভঙ্গ করায় শুক্রবার তার টুইটার বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার জানিয়েছে, ভবিষ্যতে সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকি থাকার কারণে এটা করা হয়েছে।

কোম্পানিটি বলছে, ‘@realDonaldTrump অ্যাকাউন্ট থেকে টুইটগুলো গভীর পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি’ হয়েছে তার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। এর আগে একই অভিযোগে ট্রাম্পের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার ছিল ৮ কোটি ৮০ লাখ। গত বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে তার সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি ১২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল।

ওইদিন বেশ কিছু টুইট করেন ট্রাম্প, যেখানে ক্যাপিটল হিলে হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ বলা হয়েছিল। টুইটার তখন সতর্ক করে বলেছিল, তারা ট্রাম্পকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করবে যদি তিনি এই প্ল্যাটফর্মের নিয়মনীতি তিনি ভঙ্গ করেন।

বুধবার টুইটারে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর শ্বেতাঙ্গ দাঙ্গাবাজরা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের প্রাণহানি ঘটে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছে, রাজনৈতিক শত্রুদের সাথে যোগসাজশে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে।

ট্ইুটার তার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর শুক্রবার তিনি এ অভিযোগ করেন।

পরে ট্রাম্প তার সরকারি একাউন্ট থেকে একের পর এক টুইট করে যান। সে সব টুইটে তিনি বলেন, ট্ইুটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আরো এগিয়েছে এবং আজ রাতে ডেমোক্রেট ও র‌্যাডিকেল বামদের সাথে মিলে টুইটার স্টাফরা তার মুখ বন্ধের উদ্যোগ নেয়।

তবে এ পোস্টটিও টুইটার খুব দ্রুতই মুছে দিয়েছে।

এদিকে টুইটারের এ উদ্যোগ আগে থেকেই আঁচ করে ট্রাম্প তার এ বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকেও প্রচার করেছেন।

ট্রাম্প একইসঙ্গে ভার্চুয়ালি নতুন প্ল্যাটফরমের মাধ্যমে তার ফলোয়ারদের সাথে মিলিত হওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা বিভিন্ন সাইটের সাথে আলোচনা করছি। শিগগীরই বড় ধরণের ঘোষণা আসবে।

তিনি আরো বলেন, ‘আমরা চুপ থাকবো না।’