ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৪:৪৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার আরেকটি অতি সংক্রামক স্ট্রেইন মিললো ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে প্রাপ্ত করোনাভাইরাসের স্ট্রেইনের সঙ্গে মিল নেই এমন কোভিড-১৯ এর আরেকটি অতি সংক্রামক স্ট্রেইনের সন্ধান মিলেছে ফ্রান্সে।

ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয় শুরুতে জানিয়েছিলো- ব্রিটানির রেনেস অঞ্চলের দুটি বৃদ্ধাশ্রমে যুক্তরাজ্যের নতুন ধরণের করোনার ক্লাস্টার পাওয়া গেছে। তবে ব্রিটানি রিজিওনাল হেলথ এজেন্সি বলছে, এটি নতুন ভ্যারিয়েন্ট। এর সঙ্গে ব্রিটিশ স্ট্রেইনের খুব বেশি মিল নেই। খবর-ইয়ন টিভি

এআরএস সনির্দিষ্টভাবে উল্লেখ করেছে, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ৭ স্থানীয় ও বেশ কিছু চিকিৎসাকর্মীর নমুনা পরীক্ষা করে এই স্ট্রেইনের বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। আগামী সপ্তাহে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

রেনেসে ইউনিভার্সিটি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মেথিউ রভেস্ট বলেন, ভাইরাসের রুপান্তর হয়। বিস্তার লাভ করতে করতে খুব সহজেই এটা বদলে যায়। তবে কোভিড-১৯ এর ফরাসি স্ট্রেইন জিনগতভাবে তুলনামূলক স্থিতিশীল। এটির ভাইরাসের বিপজ্জনক হয়ে উঠার কোনো কারণ নেই।

-জেডসি